ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আর স্বৈরাচার চাই না: হানিফ, স্বৈরতন্ত্র ফিরে এসেছে: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০
আর স্বৈরাচার চাই না: হানিফ, স্বৈরতন্ত্র ফিরে এসেছে: মির্জা ফখরুল

ঢাকা: দেশে আবারও স্বৈর শাসন ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দেশে আমরা আর কোনো স্বৈরাচার সরকার চাই না।



শহীদ নূর হোসেন দিবসে বুধবার সকালে রাজধানীর জিরোপয়েন্টে নূর হোসেন চত্তরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর প্রধান দুই রাজনৈতিক দলের এই দুই নেতা এসব মন্ত্রব্য করেন।  

মাহবুব আলম হানিফ বলেন, আজ নূর হোসেন দিবসে আমরা গণতন্ত্র রায় কাজ করে যাওয়ার অঙ্গীকার করতে চাই। আমরা দেশে আর সামরিক শাসন চাই না।

এসময় তিনি বিএনপিকে সংসদে এসে দায়িত্ব পালনের আহবান জানান তিনি।

অন্যদিকে মির্জা ফখরুল বলেন, সরকার মুখেই শুধু গণতন্ত্রের কথা বলে, কিন্তু কাজে তার কোনো প্রয়োগ নেই। নূর হোসেন প্রাণ দিয়ে স্বৈরতন্ত্র হটিয়ে গণতন্ত্রের যে উত্তরণ ঘটিয়েছিলেন তা আজ আবার ব্যহত হচ্ছে।

সরকার  নিয়মতান্ত্রিক আচরণ করলে বিএনপি সংসদে যাবে বলেও এসময় মত দেন মির্জা ফখরুল।

বাংলাদেশ সময় ১২১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।