ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন নাসের আল বুসাইরি।

এসময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী উপস্থিত ছিলেন।



রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত তাদের সাক্ষাৎ অনুষ্ঠান চলে।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের পরস্পারিক সর্ম্পক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় সৌদি আরবে বাংলাদেশ থেকে আরো শ্রমিক নেওয়ার আহবান জানান খালেদা জিয়া।

এছাড়া সৌদি বাদশাহর কুশল জানতে চান তিনি।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।