ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় শুরু করছেন শেখ হাসিনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০
তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় শুরু করছেন শেখ হাসিনা

ঢাকা: আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় শুরু করছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার জেলা দিয়ে এ মতবিনিময় শুরু হচ্ছে।



আগামী ১২ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সব কর্মকর্তা ও সদস্য, জাতীয় কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ, দলীয় সাংসদ, কক্সবাজার জেলার অন্তর্গত সব উপজেলা, থানা এবং পৌর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকরা সভায় উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল- আলম হানিফ সংশিষ্ট সবাইকে
যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানান।

তৃণমূলের দ্বন্দ্ব ও গ্রুপিং মিটিয়ে ফেলার পাশাপাশি সাংগঠনিক সমস্যা দূর করে দলকে শক্তিশালী করতে এ মতবিনিময় সভার উদ্যোগ নেওয়া হয়।

গত ৯ অক্টোবর আওয়ামী লীগোর কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।