ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ক্ষমতায় গেলে আমরাও নিজেদের মতো আদালত তৈরি করব: গয়েশ্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০
ক্ষমতায় গেলে আমরাও নিজেদের মতো আদালত তৈরি করব: গয়েশ্বর

ঢাকা: আওয়ামী লীগ নয়, দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থা দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন,‘আমরা ক্ষমতায় গেলেও আপনারদের মতো কেচ্ছা কাহিনী বানাবো।

নিজেদের মতো একটি আদালত তৈরি করব। যে আদালত শুধু আমাদের কথাই শুনবে। ’

মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনে মওলানা ভাসানী মিলনায়তনে এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় জামালপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম এর আয়োজন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী রাষ্ট্রের ব্ল্যাকমেইলিংয়ের শিকার বলে মন্তব্য করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ‘ওকে (শেখ হাসিনা) দিয়ে তারা এ দেশকে ধ্বংস করতে চায়। ’

বিডিআর হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘ওদের না মারলে সরকার ভারতকে ট্রানজিট দিতে পারতো না। উন্মুক্ত করতে পারত না সীমান্ত। বসাতে পারতো না সীমান্তহাট। ’

খালেদার বাড়ি প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘বিডিআরকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। সুতরাং তাদের পরিবারকে যদি বাড়ি দিতে হয়, তাহলে তারা ৩২ নম্বর ও সুধাসদন ছেড়ে দিক। খালেদার বাড়ির দিকে নজর কেন?’

বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র যারা প্রস্তুত করেছিল তারা আজ শেখ হাসিনার পরামর্শদাতা--এ মন্তব্য করে গয়েশ্বর বলেন, ‘আজ ইনুরা জিয়াউর রহমানের ফাঁসি চায়। অথচ সেদিন কর্নেল তাহেরকে ইনুরাই বিপথগামী করেছিল। ’

কর্নেল তাহের ১৫ আগস্টের ঘটনা নিজ হাতে ঘটাতে না পেরে আপসোস করেছেন বলে দাবি করেন গয়েশ্বর।

তিনি বলেন, ‘কর্নেল তাহের অনেক বার বলেছেন ১৫ আগস্টের ঘটনা রশিদ ঘটাতে পারলো, আমি কেন পারলাম না?’

তিনি বলেন, ‘তাহেরকে সামনে রেখে জিয়াউর রহমানের বিপ্লবের ফসল ছিনতাই করতে চেয়েছিলেন ইনুরা। তাহেরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার ইনুদের অপচেষ্টাই তার (তাহেরর) ফাঁসির কারণ। এখানে অন্য কোনও কারণ ছিল না। ’

কর্নেল তাহের ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব নেতা এত দিন দূর্বাঘাস হয়ে যেতেন বলেও মন্তব্য করেন গয়েশ্বর।

আওয়ামী লীগকে হুঁশিয়ার করে দিয়ে গয়েশ্বর বলেন, ‘আপনারা যেমন ক্ষমতায় এসে একের পর এক কেচ্ছা-কাহিনী বানাচ্ছেন, আমরা ক্ষমতায় গেলেও আপনারদের মতো কিচ্ছা কাহিনী বানাবো। নিজেদের মতো একটি আদালত তৈরি করব। যে আদালত শুধু আমাদের কথাই শুনবে। ’

বিচার বিভাগের সমালোচনা করে তিনি বলেন, ‘পার্লামেন্টের কাজ আদালত করলে সরকারি দলের সাংসদরা কোন লজ্জায় পার্লামেন্টে থাকেন?’

ফোরামের সভাপতি মতিয়ার রহমান ডিজেলের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব উন নবী খান সোহেল, সাংসদ নিলুফার  চৌধুরী মনি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল প্রমুখ।

বাংলাদেশ সময়: ৮০২৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।