ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ডাকসু নির্বাচন: ব্যানার-ফেস্টুন-বোর্ড টাঙানো যাবে না

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, আগস্ট ২৬, ২০২৫
ডাকসু নির্বাচন: ব্যানার-ফেস্টুন-বোর্ড টাঙানো যাবে না

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণায় কোনো ব্যানার, ফেস্টুন বা বোর্ড টাঙানো যাবে না।

মঙ্গলবার (২৬ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং সংলগ্ন এলাকায় একাধিক প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা ব্যানার টাঙিয়েছেন। এ ছাড়াও ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থীজোট’ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফেস্টুন সাঁটিয়েছে।

এসব ব্যানার, ফেস্টুন ও বোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আচরণবিধির ধারা-৭(ক) অনুযায়ী নির্বাচনী প্রচারণার জন্য কেবলমাত্র সাদাকালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। পিভিসি/কাপড় বা অন্য কোনো মাধ্যমে ছাপানো বা লেখা ব্যানার/ফেস্টুন/বোর্ড টাঙানো যাবে না।

যেসব প্রার্থী ইতোমধ্যে ব্যানার/ফেস্টুন/বোর্ড টাঙিয়ে প্রচার চালাচ্ছেন, তাদের অনতিবিলম্বে তা সরিয়ে নিতে বলা হয়েছে।

এফএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।