ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

৭ নভেম্বর বাংলাদেশের দ্বিতীয় বিজয় দিবস: জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০
৭ নভেম্বর বাংলাদেশের দ্বিতীয় বিজয় দিবস: জামায়াত

ঢাকা: ৭ নভেম্বরকে বাংলাদেশের দ্বিতীয় বিজয় দিবস হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।

রোববার বিকেলে রাজধানীর পুরানাপল্টনস্থ ঢাকা মহানগর জামায়াত কার্যালয় চত্বরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।



জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা মহানগর জামায়াত এ আলোচনা সভা আয়োজন করে।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘ষড়যন্ত্রকারীরা সেদিন দেশে একটি সমাজতান্ত্রিক বিপ্লব ঘটানোর জন্য ঐক্যবদ্ধ হয়েছিল। আটক করেছিল জিয়াউর রহমানকে। কিন্তু দেশপ্রেমী সিপাহী-জনতা কাধে কাধ মিলিয়ে এ আধিপত্যবাদী ষড়যন্ত্র  রুখে দেয়। ’

তিনি বলেন, ‘আমরা পিন্ডি থেকে মুক্ত হয়ে প্রায় সাড়ে ৩ বছর দিল্লীর দাসত্ব করছিলাম। ৭ নভেম্বর বিপ্লবের মাধ্যমে সেই দাসত্ব থেকে মুক্ত হয়ে পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে সক্ষম হই। সুতরাং ৭ নভেম্বর হচ্ছে আমাদের দ্বিতীয় বিজয় দিবস। ’

৭ নভেম্বরকে ঐতিহাসিক দিন আখ্যা দিয়ে এটিএম আজহার বলেন, ‘এ দিনটি জাতি জীবনে মাইলফলক। এদিনে সিপাহী জনতার ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে একদলীয় ‘বাকশাল’ শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। ’
 
বর্তমান সরকার সিপাহী জনতার অর্জন মুছে ফেলার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে অভিযোগ তুলে তিনি বলেন, ‘বেগম জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উৎখাত কোনো ব্যক্তিকে উৎখাত নয়, বরং এর মাধ্যমে একটি আদর্শ ও চেতনাকেই উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে। ’

ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সাংসদ হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম, ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম, কর্মপরিষদ সদস্য ডা. রিদওয়ান উল্লাহ শাহিদী ও কবির আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা,  নভেম্বর ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।