ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ঢাবির বঙ্গবন্ধু হল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের ৬১ জনের পূর্ণাঙ্গ কমিটি রোববার বিকেলে ঘোষণা করা হয়েছে।

কমিটি গঠনের ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথা থাকলেও প্রায় দেড় বছর পর এ কমিটি দেয়া হলো।



ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী গত বছর জুলাই মাসে বঙ্গবন্ধু হলে শাহীন আহমেদকে সভাপতি এবং শেখ নবীরুজ্জামান বাবুকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী হল শাখা কমিটির এক বছরের মেয়াদ আরও আগেই শেষ হয়েছে।

কমিটির সদস্যরা হলেন কামাল পাশা (যুগ্ম সম্পাদক), রিয়াজ মোর্শেদ (যুগ্ম সম্পাদক), তানভীন ইসলাম অপু (যুগ্ম সম্পাদক), মাহমুদুল ইসলাম জেমস (সাংগঠনিক সম্পাদক), শাহিনুর ইসলাম (সাংগঠনিক সম্পাদক), ইকবাল হোসেন (সাংগঠনিক সম্পাদক),শেখ নূর কুতুবুল আলম (প্রচার সম্পাদক), এনামুল করিম (দপ্তর সম্পাদক), শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হাবিবুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, অর্থ সম্পাদক জাহিদ হাসান , সংস্কৃতি সম্পাদক আবু বকর সিদ্দিক, সমাজ সেবা সম্পাদক সেলিম রেজা, ক্রীড়া সম্পাদক হাসান মাহমুদ, পাঠাগার সম্পাদক ফারুক হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ তরিকুল ইসলাম, আইন সম্পাদক কাজী আনোয়ার, পরিবেশ সম্পাদক কামাল হোসেন, বিজ্ঞান ও তথ্য সম্পাদক আলী আকবর, ধর্ম সম্পাদক আনসারুল হক কায়েস, আন্তর্জাতিক সম্পাদক মোজাম্মেল হক লেনিন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আবু শামা।

এছাড়া কমিটিতে নয়জনকে সহ-সভাপতি, ছয়জনকে সহ-সম্পাদক এবং ছয়জনকে ছাত্রলীগের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয়েছে।

গঠনতন্ত্র অনুযায়ী কমিটিতে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদন দেওয়ার কথা।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।