ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কাকরাইল থেকে ফকিরেরপুল পর্যন্ত সমাবেশ বিএনপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০
কাকরাইল থেকে ফকিরেরপুল পর্যন্ত সমাবেশ বিএনপির

ঢাকা: বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশটি কাকরাইল মোড় থেকে আরামবাগ-ফকিরেরপুল পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টার পর এ সমাবেশ শুরু হয়।

দলটির ভাইসচেয়ারম্যান ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা সমাবেশের সভাপতিত্ব করেন।

সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোর ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড শোভিত খণ্ড খণ্ড মিছিল নয়াপল্টনে আসতে থাকে। বিকেল ৩টার আগেই কাকরাইল মোড় থেকে আরামবাগ-ফকিরেরপুল মোড় পর্যন্ত রাস্তা জনসমুদ্রে পরিণত হয়। রাস্তার দু’পাশের বাণিজ্যিক ও আবাসিক ভবনগুলোর জানালায় দেখা যায় অসংখ্য মানুষের উৎসুক মুখ।

সমাবেশের জন্য কাকরাইল-মতিঝিল সড়ক কয়েক ঘণ্টা বন্ধ থাকায় সংলগ্ন এলাকার রাস্তা ও মোড়ে অসহনীয় যানজট তৈরি হয়। জনদুর্ভোগ ওঠে চরমে।

খালেদা জিয়া বিকেল ৩টার দিকে সমাবেশ স্থলে আসেন। বিকেল চারটা ২৭ মিনিটে প্রধান অতিথির ভাষণ শুরু করেন তিনি। ৫টা ১৭ মিনিটে বক্তব্য শেষ করেন।

সমাবেশ শেষে খণ্ড খণ্ড মিছিল নিয়েই যার যার এলাকায় ফিরে যান বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।