ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপির সমাবেশ চলছে নয়াপল্টনে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০

ঢাকা: বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির সমাবেশ নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের বিকেল ৩টার পর শুরু হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন।

সভাপতিত্ব করছেন দলটির ভাইসচেয়ারম্যান ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।

সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোর ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড  শোভিত খণ্ড খণ্ড মিছিল নয়াপল্টনে আসতে থাকে। বিকেল ৩টার আগেই কাকরাইল মোড় থেকে আরামবাগ-ফকিরেরপুল মোড় পর্যন্ত রাস্তা জনসমুদ্রে পরিণত হয়। রাস্তার দু’পাশের বাণিজ্যিক ও আবাসিক ভবনগুলোর জানালায় দেখা যায় অসংখ্য মানুষের উৎসুক মুখ।

খালেদা জিয়া বিকেল ৩টার দিকে সমাবেশ স্থলে আসেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বক্তৃতা করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০
এমএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।