ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

এ সরকার যত তাড়াতাড়ি বিদায় নেবে ততই মঙ্গল: মওদুদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০
এ সরকার যত তাড়াতাড়ি বিদায় নেবে ততই মঙ্গল: মওদুদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সব ক্ষেত্রে ব্যর্থ এ সরকার যত তাড়াতাড়ি বিদায় নেবে, দেশের জন্য ততই মঙ্গল।

রোববার জাতীয় প্রেসকাবে আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির ‘৭ নভেম্বরের চেতনা ও আজকের প্রোপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।



ব্যারিস্টার মওদুদ বলেন, ‘এ সরকার এখন বিরোধী দল দমনে ব্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে চতুর্মুখী ব্যর্থতার কারণে তাদের জনপ্রিয়তায় যে কতটা ধস নেমেছে তারা বুঝতে পারছে না। প্রতিটি ক্ষেত্রেই এ সরকার ব্যর্থ হয়ে পড়েছে। ’

সরকারের ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরতে তিনি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত তার নিজ দলের সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন। ’

এক্ষেত্রে তিনি যুবলীগ ও ছাত্রলীগের উদাহরণ টেনে বলেন, ‘যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি করে দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করছে। আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটছে। ’

তিনি বলেন, ‘যে সরকার তার নিজ দলের সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের আর মতায় থাকার অধিকার আছে কি-না জনগণের কাছে তা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। ’

ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের হাত থেকে দেশকে রক্ষার সময় এসেছে জানিয়ে তিনি বলেন, ‘এ সরকার যত শিগগির বিদায় নেবে ততই মঙ্গল। ’

তিনি বলেন, ‘৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তিত হয়েছে। জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। ’
 
মওদুদ দাবি করেন, জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ ও মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করেছিলেন।

এতে খেলাফত মজলিশের আমীর মুহাম্মদ ইসহাক বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিদেশি প্রভুদের সন্তুষ্ট রাখার জন্য ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ’

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত আমীর হামিদুর রহমান আযাদ বলেন, ‘জিয়াউর রহমানই আওয়ামী লীগকে এ দেশে পুনরায় রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ এখন অকৃতজ্ঞের মতো জিয়াউর রহমানের বিরুদ্ধে বিষোদগার করছে। ’

এনডিপি সভাপতি খন্দকার গোলাম মর্তুজার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ন্যাপ (ভাসানী) সভাপতি শেখ আনোয়ারুল হক, এনডিপি মহাসচিব আলমগীর মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।