ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০
জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা

ঢাকা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন।
 
রোববার বেলা ১১টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শেরেবাংলানগর জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

এ সময় জিয়ার সমাধির পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন বেগম খালেদা জিয়া।

চেয়ারপারসনের শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নজরুল ইসলাম খানের নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিকদল, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয়তাবাদী কৃষকদল, নূরী আরা সাফার নেতৃত্বে জাতীয়তাবাদী মহিলা দল, নির্বাহী কমিটির সদস্য শ্যামা ওবায়েদের নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্ম জিয়ার মাজারে পুষ্পার্ঘ অর্পণ করে।

এ ছাড়া জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ, জিয়া সংস্কৃতি সংগঠন (জিসাস), জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জাতীয়তাবাদী যুবদল, মৎসজীবীদল, তাঁতীদল, ওলামাদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ নিজ নিজ সংগঠনের পক্ষে জিয়ার মাজারে পুষ্পার্ঘ অর্পণ করেন।

এ সময়  আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির  সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, ভাইসচেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাজাহান ওমর, ফজলুর রহমান পটল, অধ্যাপক আব্দুল মান্নান, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিরোধী দলের চিপ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা এক রক্তপাতহীন বিপ্লবের মধ্য দিয়ে ক্যান্টনমেন্টে বন্দি মেজর জিয়াকে মুক্ত করে আনে। পরবর্তীতে জিয়ার হাতে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সেই থেকে এ দলটি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।