ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কোকোর বিরুদ্ধে কর ফাঁকির মামলার শুনানি আবারও পেছালো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১০
কোকোর বিরুদ্ধে কর ফাঁকির মামলার শুনানি আবারও পেছালো

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলার শুনানি আবারও পিছিয়েছে।

রোববার তার আইনজীবী সানাউল্লাহ মিয়া শুনানি পেছানোর আবেদন করেন।

এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক আগামী ১০ জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

এর আগেও গত ১৮ আগস্ট একবার শুনানি পেছানো হয়েছিল। গত ১ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার শাহীন আকতার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ মামলা দায়ের করেছিলেন।

মামলায় কোকোর বিরুদ্ধে মোট ৫২ লাখ ৩৯ হাজার ২২৬ টাকা আয় গোপন করে এর উপর প্রযোজ্য কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।