ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আন্দোলনকে এমন পর্যায়ে নিতে হবে যাতে সরকার পদত্যাগে বাধ্য হয়- মওদুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০
আন্দোলনকে এমন পর্যায়ে নিতে হবে যাতে সরকার পদত্যাগে বাধ্য হয়- মওদুদ

ঢাকা: ‘ধীরে ধীরে আন্দোলন এমন পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে এ সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এ কথা বলেছেন।



শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসকাবের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া সাংস্কৃতিক সংগঠন-জিসাস এ আলোচনা সভার আয়োজন করে।

ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ‘দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা যদি আন্দোলন কর্মসূচি না-ও দেই, জনগণই আন্দোলনের কর্মসূচি দেবে। সেই আন্দোলনকে ধীরে ধীরে এমন পর্যায়ে নিতে হবে, যাতে এ সরকার পদত্যাগে বাধ্য হয়। ’

ব্যারিস্টার আহমেদ বলেন, ‘এ সরকার প্রায় ২ বছর পার করছে। তাদের প্রতি জনগণের এমন কোনো আস্থা নেই, যাতে এ সরকার বলতে পারে, তারা কোনো একটিতে সফল। ’

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘১০ টাকা সের দরে চাল খাওয়ানোর কথা অস্বীকার করে তিনি এই ন্যাক্কারজনক দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। বরং তিনি বলতে পারতেন, ১০ টাকা সের দরে চাল খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে পারছি না। সময়-সুযোগ পেলে প্রধানমন্ত্রীর ১০ টাকা সের দরে চাল খাওয়ানোর প্রতিশ্রুতি  দেওয়ার প্রমাণ আবার দেখাবো। ’

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘তাদের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা একদলীয়ই রয়ে গেছে। এ কারণে তারা বিরোধী দলের মত সহ্য করতে পারে না। ’

মওদুদ বলেন, ‘এখনো সময় আছে। প্রতিহিংসার রাজনীতি পরিহার করুন। বিরোধী দলকে একটু সম্মান দেখান। তবে জনগণও আপনাদের সম্মান করবে। ’

সংগঠনের সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, অভিনেত্রী রিনা খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।