ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ঘাটাইলে ১৪৪ ধারা: বিএনপি’র জনসভায় ছাত্রলীগের হামলা

তপু আহম্মেদ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে একই সময় একই স্থানে স্থানীয় বিএনপি ও ছাত্রলীগ জনসভা আহবান করায় শনিবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

পরে নির্ধারিত স্থানের পরিবর্তে গণকবাড়ীতে বিএনপি জনসভা আয়োজন করলে সেখানে হামলা চালায় ছাত্রলীগ।



এ সময় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এ সময় বেশ কয়েকজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘাটাইল উপজেলা শহরের গণ উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে জনসভা আহবান করে উপজেলা বিএনপি।

উপজেলা ছাত্রলীগও একই সময়ে একই স্থানে কর্মী সভা আয়োজনের  ঘোষণা দেয়।

এ নিয়ে দুই দলেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।

পরে ১৪৪ ধারা জারিকৃত এলাকার পাশে গণকবাড়ী গ্রামে জনসভার আয়োজন করে বিএনপি।

তাদের জনসভা শুরুর কিছুক্ষণের মধ্যেই সেখানে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে বেশ কয়েকজন আহত হন বলে দাবি করেছে বিএনপি।

এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান বাংলানিউজকে বলেন, ‘বিএনপি’র জনসভা শেষ হওয়ার পর ছাত্রলীগের প থেকে শোডাউন করা হয়েছে। ’

তবে ধাওয়া-পাল্টা ধাওয়ার কথা  অস্বীকার করেন ওসি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad