ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘বিএনপিকে জনগণই রাজপথে মোকাবেলা করবে’

শামীম খান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০

ঢাকা: প্রধান বিরোধীদল বিএনপির আন্দোলন আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে না। জনগণই তাদের রাজপথে মোকাবেলা করবে বলে আওয়ামী লীগ নেতারা মনে করছেন।



বিএনপি নেতারা তাদের দলের নেত্রী খালেদা জিয়ার বাড়ি রক্ষার আন্দোলনের হুমকি দিচ্ছেন। সেটা পারিবারিক স্বার্থরক্ষার আন্দোলন। এতে জনগণ সাড়া দেবে না বলে মন্তব্য করেন তারা।

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য ওবায়দুল কাদের বাংলানিউজকে বলেন, ‘বাড়িরক্ষা আর ভারতবিরোধিতার কথা বলে আন্দোলন এগুলো কোনও রাজনৈতিক ইস্যু নয়। আওয়ামী লীগকে এ হুমকি দিয়ে লাভ নেই। তাদের এ আন্দোলন আওয়ামী লীগকে মোকাবেলার প্রয়োজন নেই। জনগণই তাদের রাজপথে মোকাবেলা করবে। পারিবারিক স্বার্থরক্ষার বিষয় নিয়ে আন্দোলনে নামলে তারা জনগণের কোনও সাড়া পাবে না।

ওবায়দুল কাদের বিএনপি নেতা মওদুদের বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘বিচারাধীন বিষয় নিয়ে রাজপথে আন্দোলনের হুমকি আদালতকে অবমাননা করার শামিল।

একজন শীর্ষস্থানীয় নেতা ও বিজ্ঞ আইনজীবী একই সঙ্গে আদালত এবং রাজপথের আন্দোলনের কথা কীভাবে বলেন। বড় বড় কথা বলে লাভ হবে না। আমরা তো কোনও সাংঘর্ষিক অবস্থানে যাবো না।

প্রশাসনিকভাবে কী হবে তা সরকারের ব্যাপর। আন্দোলনের জন্য তো তাদের প্রস্তুতিই নেই। কিসের আন্দোলন?

এদিকে, এ বিষয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বাংলানিউজকে বলেন, ‘আমরা তো আদালতে যাইনি তারাই আদালতে গেছে। মওদুদ আহমদের বক্তব্যে প্রমাণত হয তারা আদালতে বিশ্বাস করেন না। তাদের কথা হলে, বিচার মানি তালগাছটা আমার।

তিনি বলেন, ‘একজন সাবেক আইনমন্ত্রী এ ধরনের বক্তব্য কীভাবে দেন?  যদিও আমরা তাদের কথায় বিস্মিত হই না। কারণ তারা চটুল কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। সেনানিবাসের ৭০০ কোটি টাকার বাড়ি খালেদা জিয়াকে ছেড়ে দিতে হবে। জনগণ চায় তিনি এ বাড়ি ছেড়ে যাক। ’

কোনও ব্যক্তির স্বার্থ রক্ষার আন্দোলনে জনগণ আসবে না। তারা যতই হুমকি দিক।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ০৬ নভেম্বরম ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।