ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচনের দাবি অসাংবিধানিক: নৌপরিবহনমন্ত্রী

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০
বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচনের দাবি অসাংবিধানিক: নৌপরিবহনমন্ত্রী

মাদারীপুর: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিরোধী দল মধ্যবর্তী নির্বাচন দিয়ে সরকারের জনপ্রিয়তা যাচাইয়ের যে দাবি তুলেছে তা সম্পূর্ণ অযৌক্তিক ও অসাংবিধানিক। ’

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মাদারীপুর সদর উপজেলার দুর্গাবর্দী গ্রামে কুমার নদের মৎস্য অভয়ারণ্যে মৎস্য অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।



মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান মহাজোট সরকার দেশের জনগণের বিরাট অংশের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। যদি বিরোধী দলের সরকারের প্রতি কোনো ধরনের অগ্রহণযোগ্যতা ও অনাস্থার দাবি থাকে তবে তা সংসদে এসে উত্থাপন করতে হবে। ’

পরে নৌমন্ত্রী সমবায় দিবস উদযাপন ও চরমুগুরিয়া ডিগ্রি কলেজে এক আলোচনা সভায় যোগ দেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।