ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মধ্যবর্তী নির্বাচন দিয়ে সরকারকে জনপ্রিয়তা যাচাইয়ের আহবান বিএনপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১০
মধ্যবর্তী নির্বাচন দিয়ে সরকারকে জনপ্রিয়তা যাচাইয়ের আহবান বিএনপির

ঢাকা: সরকারকে মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহবান জানিয়েছে বিএনপি।

শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব এ আহবান জানান।



তিনি বলেন, ‘তারা (সরকার) হত্যা, গুম, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট, প্রশাসন ও বিচার বিভাগে দলীয়করণসহ সর্বক্ষেত্রে জনগণের অধিকার কেড়ে নিয়েছে। তাদের কারণে দেশবাসী দিশেহারা। তাই এ সরকার অজনপ্রিয় হয়ে উঠেছে। জনগণের বোঝা হয়ে দাঁড়িয়েছে। মধ্যবর্তী নির্বাচন দিয়ে তাদের জনপ্রিয়তা যাচাই করা উচিত। ’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, এম শামসুল ইসলাম, এমকে আনোয়ার, ভাইসচেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, দলের সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ইলিয়াস আলী, বিএনপি দলীয় সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

মূলত বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশের জন্য বিএনপিকে স্থান বরাদ্দ দিতে সরকারের গড়িমসি প্রসঙ্গে  জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘পল্টন, মুক্তাঙ্গনসহ যে কোনো জায়গায় সমাবেশ করার অনুমতি চাইলেও সরকার কোনো জায়গা বরাদ্দ দেয়নি। শেষ পর্যন্ত বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করলে তিনি মৌখিকভাবে জানান, ৭ নভেম্বর দুপুর দুইটায় নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে সমাবেশ করা যাবে। তবে এজন্য আমাদেরকে কোনো লিখিত অনুমতি দেওয়া হয়নি। ’

তিনি বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। এ দিনটিকে মানুষ যথাযোগ্য মর্যাদায় পালন করে। কিন্তু এ সরকার জিয়াউর রহমান ও জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য দিবসটি পালনে বাধা দিচ্ছে। দিবসটির সরকারি ছুটিও বাতিল করেছে তারা। ’

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

খোন্দকার দেলোয়ার আরো বলেন, ‘আমরা অস্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসিনি। আমরা যতো বার ক্ষমতায় এসেছি, গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৭ নভেম্বরের সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন বলেও জানান বিএনপি মহাসচিব।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।