ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন খোকা ও ফালু

মারুফ মান্নান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১০
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন খোকা ও ফালু

ঢাকা: দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে দেখা করেছেন সাদেক হোসেন খোকা ও মোসাদ্দেক আলী ফালু । বৃহস্পতিবার রাত ১১ টা থেকে সোয়া ১২ টা পর্যন্ত স্থায়ী হয় তাদের এ সৌজন্য সাক্ষাৎ।



খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু রাত ১১ টায় আসেন। এর পরপরই বৈঠকে যোগ দেন বিএনপির সহ-সভাপতি সাদেক হোসেন খোকা।

মির্জা আব্বাসের চাচাত ভাই হলেও এর আগে ঢাকা মহানগরীর সভাপতির পদটি সাদেক হোসেন খোকার পাওয়ার পেছনে মোসাদ্দেক আলী ফালুর ভূমিকা ছিল বলে বিএনপিতে বহুল আলোচিত।

বেশ কিছু দিন আগে ঢাকা মহানগর কমিটি ভেঙে দেওয়া হলেও আজ পর্যন্ত নতুন কমিটি গঠন করা হয়নি।

মহানগর কমিটি গঠন করা নিয়ে বিএনপির সিনিয়র দুই নেই মির্জা আব্বাস ও সাদেক হোসেন খোকার মধ্যে মতভেদ রয়েছে।

এ পদ পাওয়ার জন্য মির্জা আব্বাসের অনুপস্থিতিতে এরই মধ্যে সাদেক হোসেন খোকা বেশ কয়েকবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু ঢাকা মহানগরীর বড় একটি অংশ মির্জা আব্বাসের অনুসারী হওয়ায় দলে বিভক্তির আশঙ্কায় এ পদ এখনও অন্য কাউকে দেননি খালেদা জিয়া।

উল্লেখ্য, দীর্ঘদিন কারাগারে ও চিকিৎসাধীন থাকার পর মির্জা আব্বাস গত ৩১ অক্টোবর রোববার খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এসে দেখা করেন। এ সময় কার্যালয় গেটে সহস্রাধিক নেতা-কর্মী খালেদা-আব্বাসকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেন।

মিছিল রাত সাতটটা থেকে সোয়া এগারোটা পর্যন্ত চলে।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।