ঢাকা, বুধবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

রাজনীতি

সচিবালয়সহ আন্দোলনকারীদের উদ্দেশে যা বললেন হান্নান মাসউদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, মে ২৬, ২০২৫
সচিবালয়সহ আন্দোলনকারীদের উদ্দেশে যা বললেন হান্নান মাসউদ এনসিপির নেতা হান্নান মাসউদ

গত কয়েকদিন ধরে দাবি আদায়ে স্থবির ছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বন্ধ ছিল আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব কর্মকাণ্ড।

সেই সমস্যার সমাধান হওয়ার মধ্যেই নজিরবিহীন আন্দোলনে উত্তাল হয়ে ওঠে সচিবালয়। ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আজ তারা সচিবালয়ের ফটকগুলোও বন্ধ করে দেয়।

এমন পরিস্থিতিতে এসব আন্দোলনকারীদের থামাতে বিপ্লবের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।  

সোমবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

পোস্টে হান্নান মাসউদ লেখেন, ‘আজ সচিবালয়, এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন, তাদের বলছি বিপ্লব ওখানেও হবে। আপনারা দুর্নীতি আর লুটপাটের স্বাধীনতা চাচ্ছেন, কিন্তু ’২৪ পরবর্তী সময়ে এটা আর পাবেন না। ’

আন্দোলনকারীদের ওপর অভিযোগ এনে হান্নান মাসউদ বলেন, ‘হাসিনার পুরো শাসনামলের প্রতিটি গুম, খুন, দুর্নীতি, অর্থপাচার সবকিছুর সহযোগী আপানারা। ভাববেন না, পার পেয়ে গেছেন। পুনশ্চ বলছি, পার পাওয়ার কোনো সুযোগ নেই। ’

সবশেষে তিনি বলেন, ‘সরকারের উচিত অবিলম্বে এসকল দুর্নীতিগ্রস্তদের অপসারণ করে এবং নিরপেক্ষ কমিশনের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া। ’

গতকাল রোববার (২৫ মে) সন্ধ্যায় সরকার এনবিআর ভেঙে দুটি বিভাগ করতে জারিকৃত অধ্যাদেশের প্রয়োজনীয় সব সংশোধনীসহ অধিকাংশ দাবি সঙ্গে একমত হয়। এরপর অচল হয়ে থাকা এনবিআরের কার্যক্রমে প্রাণ ফেরে। বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ বৈদেশিক বাণিজ্য হওয়া চট্টগ্রাম বন্দর দিয়েও ২৪ মে বিকেল ৫টা পর্যন্ত আমদানি কার্যক্রম বন্ধ ছিল। বেনাপোল কাস্টম হাউসও কার্যক্রম বন্ধ রাখে। এদিকে টানা তিনদিন ধরে আন্দোলন চলছে সচিবালয়ে। ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-কে কালো আইন উল্লেখ করে এ আন্দোলন চলছে। আন্দোলনে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মচারী ছাড়াও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নিয়েছেন।  

এনডি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।