ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মধ্যরাতেও শাহবাগে অবস্থান, চলছে জুলাইয়ের প্রদর্শনী 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৬, মে ১০, ২০২৫
মধ্যরাতেও শাহবাগে অবস্থান, চলছে জুলাইয়ের প্রদর্শনী 

মধ্যরাতেও শাহবাগে অবস্থান করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীরা।

শুক্রবার (৯ মে) রাত ২ টা নাগাদ শাহবাগ এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।

 

সরেজমিনে দেখা যায়, শাহবাগের সড়কের ওপর একটি স্ক্রিন লাগানো হয়েছে। সেখানে জুলাই অভ্যুত্থান নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি, নাটক ও গান প্রদর্শন করা হচ্ছে। সড়কের ওপর বসেই সেসব ডকুমেন্টারি দেখছেন বিক্ষোভকারীরা।  

এসময় ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি, নাগরিক পার্টির জৈষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা, সদস্য সচিব আশরাফ মাহদী, মাহিন সরকার, যুগ্ম মুখ্য সমম্বয়কারী আব্দুল হান্নান মাসউদ এবং দক্ষিণাঞ্চলের সংগঠক হামযা মাহবুবকে দেখা গেছে।  

এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জুলাই ঐক্যসহ বিভিন্ন সংগঠনের একাধিক নেতাকর্মী শাহবাগে উপস্থিত রয়েছেন।  

এর আগে রাত ১১টায় এক সংবাদ সমেলনে অবস্থান কর্মসূচি চালিয়ে নেওয়ার ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। এছাড়া আগামীকাল বিকেল ৩টায় গণজমায়েতের ঘোষণা দিয়েছেন তিনি।  

একইসাথে দেশের বিভিন্ন স্থানে গণজমায়েত করার ঘোষণা দিয়েছেন হাসনাত।  

এফএইচ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।