ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমানের জন্য গুলশানের বাসভবন ‘ফিরোজা’ প্রস্তুত করা হয়েছে।
সোমবার (৫ মে) সরেজমিনে গুলশানের ৮০ নম্বর সড়কের ১ নম্বর বাড়িটির চারদিকে দেয়াল ঘেরা, সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কক্ষ দেখা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার বাসা সম্পূর্ণভাবে প্রস্তুত। বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা, বাসার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা, সাজসজ্জা কোনো কিছুই বাকি নেই। খালেদা জিয়ার স্বজনরা সবকিছু তদারকি করেছেন।
সোমবার লন্ডনের গ্রিনিচ সময় বিকাল ৪টা ১০ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় তিনি ঢাকায় পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা নিয়েছেন। তিনি অনুরোধ জানিয়ে বলেন, রাস্তার ওপর যেন কেউ না দাঁড়ায়। যারা অভ্যর্থনা জানাবেন তারা ফুটপাতে দাঁড়িয়ে যেন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান। দলের নেতাকর্মীরা যেন জাতীয় ও বিএনপি পতাকা হাতে নিয়ে দলের চেয়ারপারসনকে অভ্যর্থনা জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশ কর্তৃপক্ষকেও রাস্তায় কাউকে দাঁড়াতে না দেওয়ার অনুরোধ জানান। এছাড়া, তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কাছে এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানান।
ইএসএস/এমজে