ঢাকা: গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার আগে তাকে দীর্ঘক্ষণ অনুসরণ করছিল একদল লোক। হাসনাতের গাড়িটির চালক জানিয়েছেন, কয়েকটি মোটরসাইকেলে থাকা ওই লোকেরা তাদের পিছু নিয়েছিল।
রোববার (৪ মে) সন্ধ্যা ৭টার কিছু সময় আগে দুর্বৃত্তরা হাসনাত আবদুল্লাহকে বহনকারী গাড়িটিতে হামলা চালায়। ঘটনার সময় তিনি গাড়িতে ঘুমিয়ে ছিলেন।
জানা যায়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত। অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলার শিকার হন তিনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান বাংলানিউজকে জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারে তারা কাজ করছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে যতটুকু আমরা তথ্য পেয়েছি, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মুখোশধারী কয়েকজন হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালায়। তার গাড়িচালকের কাছ থেকে আমরা জানতে পেরেছি, তিনি যেই প্রোগ্রামে গিয়েছিলেন, সেটা শেষ করে বেরিয়ে যাওয়ার পরপরই সালনা থেকে তার গাড়ি অনুসরণ করছিল বেশ কয়েকটি মোটরসাইকেলে থাকা লোকজন। ঘটনার সময় হাসনাত আব্দুল্লাহ গাড়িতে ঘুমিয়ে ছিলেন। সব বিষয় নিয়ে পুলিশ অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।
বর্তমানে হাসনাত আবদুল্লাহ আশঙ্কামুক্ত, তবে হামলার সময় তিনি কিছুটা আহত হন। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের বিচার দাবিতে হাসনাত বরাবরই সোচ্চার। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে আসছে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা।
গত বছরের নভেম্বর রাজধানীর গুলিস্তান ও মাতুয়াইল এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়।
এজেডএস/এমজে