ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আ. লীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল বিরোধী অভিযানে আটক আরও ১১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, এপ্রিল ২৪, ২০২৫
আ. লীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল বিরোধী অভিযানে আটক আরও ১১

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারারা হলেন-বংশাল থানা ৩৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আসাদুল্লাহ শিপলু (৪৫), ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শাকিল আহমেদ (৫৬), ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. হাবিবুর রহমান হাবিব (৪৫), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক আসলাম চৌধুরী ইমন (২৪), যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা ও অর্থ সরবরাহকারী মোবাশ্বের রহমান (৫৫), ঝালকাঠি জেলার নলছিটি থানার কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন (৫৪), সাবেক মেয়র ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন শেখ (৬২), উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল (৫৫), বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক লীগের সম্পাদক ও সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাদ হোসেন (৫২), শেরেবাংলা নগর থানার ৯৯ নং ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম (রানা) ও মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল (৪৫)।  

ডিবি সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৩ এপ্রিল) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মোবাশ্বের রহমানকে এবং শান্তিনগর এলাকা থেকে মো. আজাদ হোসেন গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম।  

ডিবি সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার রাত উত্তরা-১৪ নাম্বার সেক্টর থেকে মো. বাবুলকে এবং  মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে মো. শাহজালালকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার ক্রাইম বিভাগের পৃথক টিম।  

অন্যদিকে একই দিন রাত শেওড়াপাড়া এলাকা থেকে মো. রেজাউল করিমকে (রানা) গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম।

ভাষানটেক এলাকায় অভিযান পরিচালনা করে মো. কামাল হোসেন শেখকে গ্রেপ্তার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম।

বংশাল এলাকা থেকে আসাদুল্লাহ শিপলুকে এবং মতিঝিল এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের পৃথক টিম। এছাড়া মো. রুহুল আমীনকে লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগ।

অন্যদিকে অভিযান পরিচালনা করে মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগ। একই সময় পৃথক এক অভিযানে বাড্ডা এলাকা আসলাম চৌধুরী ইমনকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।

গ্রেপ্তারদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।