ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নওগাঁয় আ.লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, মার্চ ২৫, ২০২৫
নওগাঁয় আ.লীগ নেতা গ্রেপ্তার আবু খালেদ বুলু

নওগাঁর বদলগাছী আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (২৪ মার্চ) রাতে বদলগাছী উপজেলার ভান্ডারপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জানা গেছে, ২০২৪ সালের ০৪ নভেম্বর উপজেলার গোবরচাঁপাহাট এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া অবিস্ফোরিত ছয়টি ককটেল উদ্ধার করেছিল পুলিশ। ঘটনার পরের দিন বেলাল হোসেন সৌখিন নামে বিএনপির এক নেতা বাদী হয়ে থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের এজাহার নামীয় ৪০ জন নেতা-কর্মীসহ আরও অজ্ঞাতপরিচয় ৮০-১০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় বুলুকে গ্রেপ্তার করা হয়।  
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার বুলু বিস্ফোরক মামলার এজাহার নামীয় আসামি ছিলেন। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।