ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মির্জা ফখরুলের বাসায় সাদা পোশাকে পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০
মির্জা ফখরুলের বাসায় সাদা পোশাকে পুলিশ

ঢাকা: বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাসায় রোববার দুপুরে সাদা পোশাকে পুলিশ হানা দেয় বলে অভিযোগ করেছেন।

রোববার দুপুরে বিএনপি’র এই নেতার উত্তরার ৪ নং সেক্টরের ১৭ নম্বর রোডের ২৩ নম্বর বাসায় যায় পুলিশ।



তবে এ সময় মির্জা ফখরুল বাসায় ছিলেন না।  

বাংলানিউজকে তিনি জানান, ৭/৮ জনের একটি পুলিশ-দল তার বাসার সামনে যায়। এদের মধ্যে দু`জন দোতলায় তার বাসায় যায়।
 
মির্জা ফখরুল বলেন, ‘আমি বাসায় ছিলাম না। এ অবস্থায় পুলিশ বাসায় গিয়ে আমার মেয়েকে শাসিয়ে গেছে, আমি যেনো বাসায় কোনো মিটিং না করি। ’

তিনি বলেন, সাদা পোশাকধারী কয়েকজন পুলিশ এসে দারোয়ানকে গেট খুলতে বলে। এসময় বাসায় কোনো মিটিং হচ্ছে কিনা জানতে চায় তারা । গেট খুলে দিলে দু`জন পুলিশ সদস্য দোতালায় উঠে দরজা খুলতে বললে আমার মেয়ে দরজা খুলে দেয়। তার কাছেও তারা বাসায় কোনো মিটিং হচ্ছে কিনা জানাতে চায়। মেয়ে কোনো মিটিং হচ্ছে না জানালে দুই পুলিশ চলে যায়। তবে যাওয়ার আগে তারা ‘বাসায় যেন কোনো মিটিং না হয়’ বলে মেয়েকে শাসিয়ে যায় ।

মির্জা ফখরুল বলেন, আমার বিরুদ্ধে কোনো মামলা নেই, তবু কেন তারা আমার বাসায় এসেছে বলতে পারবো না।
 
তিনি বলেন, ‘কোনো সভ্য সমাজে এরকম ঘটনা ঘটে কিনা আমার জানা নেই। ’

ফখরুল প্রশ্ন তুলে বলেন, ‘ পুলিশ কেন না বলে-কয়ে আমার মত একজন রাজনীতিকের বাসায় হানা দেবে, আমার মেয়েকে শাসিয়ে যাবে?’
 
তিনি বলেন, ‘আমার অপরাধ আমি রাজনীতি করি! কিন্তু আমার মেয়ে তো রাজনীতি করে না। ’

তিনি এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে বলেন, ‘আমি আশা করবো এধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। ’

বাংলাদেশ সময় ১৯২১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।