ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

দুই চাঁদাবাজির মামলায় মিলনের ৩ মাসের অন্তর্বর্তী জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০

ঢাকা: সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী এহছানুল হক মিলন দু’টি চাঁদাবাজির মামলায় তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।

একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- মর্মে সরকারের প্রতি রুল জারী করেছেন আদালত।



রোববার বিচারপতি ছিদ্দিকুর রহমান মিঞা ও বিচারপতি আবদুল হাইয়ের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।

চাঁদপুর জেলার কচুয়া থানায় গত ৩০ আগস্ট মিলনের বিরুদ্ধ চাঁদাবাজির মামলা দু’টি দায়ের করা হয়।

২০০৬ সালে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আব্দুল্লাহ আল মামুন এবং ২০০১ সালে একই পরিমান চাঁদা দাবির অভিযোগে হারুন অর রশীদ মামলা দু’টি দায়ের করেন।

এহছানুল হক মিলনের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।