ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘সত্যসিংহ বেঁচে থাকলে আজ আমাদের পক্ষে কথা বলতেন’- সংবাদ সম্মেলনে গিয়াস কাদের

হাজেরা শিউলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০
‘সত্যসিংহ বেঁচে থাকলে আজ আমাদের পক্ষে কথা বলতেন’- সংবাদ সম্মেলনে গিয়াস কাদের

চট্টগ্রাম:‘১৯৭১ সালে রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নতুন চন্দ্র সিংহকে কারা হত্যা করেছে তা এলাকাবাসী জানে। ভাই-বোনদের ভাগবাটোয়ারা না দিয়ে পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে প্রফুল্ল রঞ্জন সিংহ সরকারের সঙ্গে হাত মিলিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত দলের কাছে বক্তব্য দিয়েছেন।



এ দাবি করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই এবং একই দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।

তিনি আরও বলেন, ‘আমার ভাইকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করার জন্যই এ অপচেষ্টা চালানো হচ্ছে। ’
 
রোববার  দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে রাউজান উপজেলা ও পৌর বিএনপি  আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন গিয়াস কাদের।

যুদ্ধাপরাধ তদন্তের নামে কুণ্ডেশ্বরী ঔষধালয়ে নাটক করা হয়েছে দাবি করে সাবেক সাংসদ এই বিএনপি নেতা বলেন, ‘নতুন চন্দ্রের বড় ছেলে, প্রফুল্লের বড় ভাই সত্য সিংহ  বেঁচে থাকলে আজ আমাদের পক্ষেই কথা বলতেন। ’
 
রাউজানের স্থানীয় নির্বাচনে বিএনপি যাতে অংশ নিতে না পারে সেজন্য ১ হাজার নেতা-কর্মীকে এলাকা ছাড়া করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আরও ৫ শ’ নেতা-কর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ’
 
তিনি বলেন, ‘রাউজানে সরকারী দল বিকল্প প্রশাসন গড়ে তুলেছে। সেখানে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে এখন কোনও ভেদাভেদ নেই। যেখানে পুলিশ-ও সন্ত্রাসী এক হয়ে যায় সেখানে আইন-শৃঙ্খলা বলতে কিছু থাকে না। সরকার দলীয় এমপি’র নির্দেশে সন্ত্রাসীরা রাউজানে বাড়ি-পুকুর দখল করছে, পুলিশের ছত্রছায়ায় খুন, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও লুটতরাজ চালাচ্ছে। ’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাউজান উপজেলা বিএনপি’র সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘সরকার দলীয় নেতারা বিরোধীদল শূন্য রাউজান কায়েম করতে চায়। ’
 
সংবাদ সম্মেলনে উত্তর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী বেলায়েত হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ  ছালামত আলী, পৌর সভাপতি কাজী আব্দুল্লাহ আল হাসান, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।