ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ধানমন্ডির ৩২ নম্বর মুক্তিযুদ্ধের হৃৎপিণ্ড : মোহাম্মদ নাসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০
ধানমন্ডির ৩২ নম্বর মুক্তিযুদ্ধের হৃৎপিণ্ড : মোহাম্মদ নাসিম

ঢাকা: আওয়ামী লীগের কেন্দ্রী নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপিতে যারা ছাগলের তিন নম্বর বাচ্চা তারাই জাতির জনকের বাসভবন ও মুক্তিযুদ্ধের হৃৎপিণ্ড ৩২ নম্বরে হাত দিয়েছে। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কষ্টার্জিত সম্পদ।

তারপরও এটি ইতিহাসের অংশ হওয়ায় জনগণের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। গড়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু জাদুঘর। ’

তিনি বলেন, ‘এই বাসভবন নিয়ে কথা বললে আওয়ামী লীগকে আন্দোলন করতে হবে না। জনগণই আপনাদের মুখে থুথু দেবে, ধিক্কার দেবে। ’

রোববার দুপুরে রাজধানীর মুক্তিভবন মিলনায়তনে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দারা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় গণতান্ত্রিক লীগ এ স্মরণ সভার আয়োজন করে।

খালেদার উদ্দেশে তিনি বলেন, ‘অবৈধ বাড়ি রক্ষার জন্য মধ্যবর্তী নির্বাচনের কথা বলছেন। মধ্যবর্তী নির্বাচন দিলে বিরোধীদলের নেতা থাকতে পারবেন কী না তা নিয়ে ভাবুন। মাত্র দু’বছর হলো, জনগণ আপনাদের দুঃশাসনের কথা ভুলেনি। আর তিন বছর যাক তখন নির্বাচনের কথা ভাববেন। ’

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বাহাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন, আব্দুল হক সবুজ, সারোয়ার ওদুদ চোধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad