ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জেল হত্যার বিচারও সম্পন্ন করতে হবে : সোহেল তাজ

আবুল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০
জেল হত্যার বিচারও সম্পন্ন করতে হবে : সোহেল তাজ

গাজীপুর : বঙ্গবন্ধু হত্যার বিচার বাস্তবায়ন হয়েছে। এবার জেল হত্যার বিচারও সম্পন্ন করতে হবে।

আর ন্যায় বিচারের মাধ্যমেই বিচার ব্যবস্থায় জনগণের আস্থা আনতে হবে।
 
শনিবার কাপাসিয়ার হাইলজোর ইউনিয়ন মাহাবিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপি এক পর্যালোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ এসব কথা বলেন।

পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলার চেয়ারম্যান মো. মোতাহার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজগর রশিদ খান, সাধারণ সম্পাদক ও উপজেলার ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. রুহুল আমীন, সাবেক এমপি মুহাম্মদ শহীদুল্লাহ, সোহেল তাজের বড় বোন সিমিন হোসেন রিমি, ছোট বোন লিপি, সোহেল তাজের ছেলে তুরাজ আহমদ তাজসহ কয়েক হাজার জনতা।

তিনি আরও বলেন, ‘বিশের¦ ইতিহাসে ২টি দেশ স্বাধীনতা ঘোষণা দিয়ে সরকার গঠন করে। দেশ দুটি হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ মার্চ কালরাতে স্বাধীনতা ঘোষণা দিলে বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা গ্রেফতার করে নিয়ে যায়। পরে ২৭ মার্চ বঙ্গবন্ধুর পে জেনারেল জিয়াউর রহমান পুনরায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দেন। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়ে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ যুদ্ধ পরিচালনা করেন এবং একটি সরকার গঠন করেন। ’
 
তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে তথ্য প্রযুক্তিতে উন্নত হতে হবে। আর এ জন্য প্রযুক্তির ব্যবহার সঠিকভাবে জানতে ও শিখতে হবে। ’

সোহেল তাজ আরও বলেন, ‘কাপাসিয়ায় কোনো অপরিকল্পিত শিল্পকারখানা হতে দেওয়া যাবে না। কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর গ্রামে গ্যাস পাওয়া গেছে কিন্তু এখনো তা উত্তোলন করা হচ্ছে না। ’

তিনি এ গ্যাস উত্তোলন করে কাপাসিয়ায় পরিকল্পিতভাবে শিল্পায়ন করার আহ্বান জানান।

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি শেখ সফিউদ্দিন জিন্নাহর এক প্রশ্নে জবাবে সোহেল তাজ বলেন, ‘দপ্তরবিহীন প্রতিমন্ত্রী কি-না আমি জানি না। আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম। এখন নাই। তবে আমি এ এলাকার জনগণের চাওয়া পাওয়া বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি এটাই বড় কথা। ’

অনুষ্ঠানের আগে সোহেল তাজ হাইলজোর ইউনিয়ন মাহাবিদ্যালয়-এর নাম বদল করে শহীদ তাজউদ্দীন আহমদ কলেজ নামকরণ করেন।

বাংলাদেশ সময় : ২১১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।