ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন নেতাকর্মী। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল নেমেছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


দিবসটি উপলক্ষে সকাল থেকে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে শেরে বাংলা নগরের বিভিন্ন সড়কে অবস্থান নেন। একই সঙ্গে ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে বাসে করেও নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

এদিকে বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড়ে তেজগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, আগারগাঁও, মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যানবাহনের চাপ বেড়েছে।

বিজয় সরণি মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানান, জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রোগ্রামে বিভিন্ন স্থান থেকে লোকজন আসায় রাস্তায় চাপ বেড়েছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
ইএসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।