ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

শেরপুর: শেরপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মো. হযরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার (৩ নভেম্বর) রাতে এ কমিটি অনুমোদন করেন।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে নবনির্বাচিত আহ্বায়ক মো. হযরত আলী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে অনুমোদনের কপি দেন।

এদিকে জেলা বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিক শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ও গঠন নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলে আসছিল।  

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।