ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ট্রাম্পকে কেউ ভুল বুঝিয়েছে: দুদু

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ট্রাম্পকে কেউ ভুল বুঝিয়েছে: দুদু বক্তব্য দিচ্ছেন শামসুজ্জামান দুদু

ঝিনাইদহ: বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে মিসগাইড করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।  

তিনি বলেছেন, কিছুদিন আগে সজীব ওয়াজেদ জয়ের লবিস্ট নিয়োগের প্রতিক্রিয়া এটা হতে পারে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও আশাব্যঞ্জক না তবে, নির্বাচন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।  

শনিবার (২ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মসিউর রহমানের স্মরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

স্মরণসভায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, আব্দুল মজিদ বিশ্বাস, আহসান হাবিব রনক আশরাফুল ইসলাম পিন্টুসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ২০২২ সালের পহেলা নভেম্বর ঝিনাইদহ শহরের নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে চারবার সংসদ সদস্য নির্বাচিত মসিউর রহমান।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।