ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন ঘোষণা করা হবে : নোমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০
চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন ঘোষণা করা হবে : নোমান

চট্টগ্রাম : বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হলে চট্টগ্রাম থেকে সরকার পতনের লাগাতার আন্দোলন শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘চক্রান্ত, ষড়যন্ত্র বন্ধ করুন।

নইলে এমন আন্দোলন শুরু করব, আপনাদের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। ’

বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘী চত্বরে মহানগর যুবদল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোমান বলেন, ‘সরকার খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে বিএনপির মেরুদণ্ড ভেঙে দেওয়ার পাঁয়তারা করছে। বিএনপি যাতে আগামীতে আর মতায় আসতে না পারে সেজন্য সরকার এসব চক্রান্ত করছে। ’
 
তিনি বলেন, ‘সরকার চট্টগ্রাম বন্দর পরিচালনায় ব্যর্থ হয়েছে। তারা দলীয় লোকদের টেন্ডার ছাড়া বার্থ অপারেটর হিসেবে নিয়োগ দিয়েছে। তাদের ব্যর্থতা আর ষড়যন্ত্রের কারণে চট্টগ্রাম বন্দর সাতদিন অচল ছিল। ’

নোমান বলেন, ‘শুধু বন্দর নয়, গ্যাস, পানি, বিদ্যুৎসহ সর্বেেত্র ব্যর্থতার পরিচয় দেওয়ায় জনগণ এখন ডিজিটাল সরকারকে প্রত্যাখান করেছে। ’

নগর যুবদলের সভাপতি আবুল হাশেম বক্করের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিন ছাড়াও বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, চট্টগ্রাম নগর বিএনপির বিবদমান দু’নেতা আবদুল্লাহ আল নোমান ও মীর মো. নাছিরউদ্দিন দীর্ঘদিন পর এই প্রথম এক মঞ্চে কোনো কর্মসূচি পালন করলেন। এর আগে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে দু’জন এক মঞ্চে উঠলেও এক সঙ্গে নিজেদের অনুসারীদের নিয়ে এই প্রথম তারা কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করলেন।  

সমাবেশে মীর নাছির বলেন, ‘শহীদ জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদের সিদ্ধান্ত চট্টগ্রামের জনগণ মানবে না। জনগণ চট্টগ্রাম থেকে স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটিয়েছিল। বেগম জিয়ার বাড়ি নিয়ে বাড়াবাড়ি করলে জনগণ চট্টগ্রাম থেকে এ সরকারেরও পতন ঘটাবে। ’

বাংলাদেশ সময় : ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।