ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পল্লবীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলির ঘটনায় ২ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

ঢাকা: পল্লবী থানাধীন কালশী এলাকায় মঙ্গলবার স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ক্যাবল ব্যবসায়ী সুলতান হাওলাদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

পুলিশ জানিয়েছে, আটককৃত পাতিল বাবু ও জামাল এলাকার চিহ্নিত সন্ত্রাসী।

পুলিশের মোস্ট ওয়ান্টেড আসামির তালিকায় এই দুইজনের নাম আছে।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

অবশ্য আহত ব্যক্তি বা তার পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ না আসায় তদন্ত কাজ চালিয়ে নিতে অসুবিধা হচ্ছে বলেও জানান তিনি।

ওসি ইকবাল হোসেন বলেন, ‘সুলতান হাওলাদারকে গুলি করার ঘটনায় স্থানীয় সন্ত্রাসী রাসেল গ্রুপের সংশ্লিষ্টতার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই দুইজনকে আটক করা হয়। ’

মঙ্গলবার দুপুর পৌনে তিনটার দিকে মিরপুর ১২ নং সেকশনের কালশী এলাকার মৌসুমী রাইস অ্যান্ড ক্যাবল নেটওয়ার্ক প্রতিষ্ঠানের মালিক সুলতান নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গুলিবিদ্ধ হন।

ঢাকা মহানগর (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোবাশ্বের চৌধুরী বাংলানিউজকে জানান, সুলতান হাওলাদার ৯১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।