ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মিথ্যা মামলায় বিএনপির রাজনীতি বন্ধ করা যাবে না: আমান

এমআর মুর্তজা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০
মিথ্যা মামলায় বিএনপির রাজনীতি বন্ধ করা যাবে না: আমান

মাদারীপুর: বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান বলেছেন, ‘মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে বিএনপির রাজনীতি বন্ধ করা যাবে না। ’

বুধবার সকাল ১১টায় শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাট বাস টার্মিনালে এক জনসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।



আমান বলেন, ‘বর্তমান সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর গণহারে মামলা চাপিয়ে অমানুষিক নির্যাতন চালাচ্ছে। সরকারের এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আগামীতে কঠোর কর্মসূচি দেবে বিএনপি। ’
 
তিনি আরো বলেন, ‘খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ী ছাড়তে হলে, আওয়ামী লীগকে সরকার ছাড়তে হবে। ’

শিবচর উপজেলা বিএনপি সভাপতি নাজমুল হুদা চৌধুরী মিঠু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি দুলাল হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য কবির কাজী, মাদারীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান (মিঠু), শিবচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন খান, সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ বেপারী,  আবির গোমস্তা, সাংগঠনিক সম্পাদক আজমল কবির, পৌর বিএনপি সভাপতি মো. কবির গোমস্তা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জহের গোমস্তা, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ চৌধুরী, শিবচর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাদৎ হোসেন (শফিক), সিনিয়র সহসভাপতি মামুন গোমস্তা, ছাত্রনেতা শাওন চৌধুরী, মো. ইকবাল হোসেন খান, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রাসেল বেপারী প্রমুখ।
 

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad