ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আ’লীগ নেতা মায়ার ১৩ বছরের সাজা বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

ঢাকা: আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ১৩ বছরের সাজা বাতিল করেছেন হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গৌবিন্দ চন্দ্র ঠাকুরের সম্বন্বয়ে গঠিত বেঞ্চ  বুধবার এ রায় দেন।



মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে ২৯ লাখ টাকার তথ্য গোপনের অভিযোগ এনে সূত্রাপুর থানায় ২০০৭ সালের ১৩ এপ্রিল মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।

মামলায় ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ আদালত মায়াকে ১৩ বছরের সাজা প্রদান করেন। এ রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ২৫ মে হাইকোর্টে আপিল করেন তিনি।

আপিলের শুনানি শেষে হাইকোর্ট বুধবার তার সাজা বাতিল করেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পক্ষে বুধবার শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার এবং দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।