ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিরোধী দল ‘মোনাফেকের দল’ : বাণিজ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০
বিরোধী দল ‘মোনাফেকের দল’ : বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম: বিরোধী দলকে ‘মোনাফেকের দল’ হিসেবে অভিহিত করেছেন বাণিজ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত লে.কর্নেল ফারুক খান।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের মুখে ভারত বিরোধীতার কথা বলে মতায় এসে তারা ভারতকে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিয়েছে।

আর আমরা মতায় এসে স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে সমান অবস্থান নিয়ে ভারতের সঙ্গে কথা বলেছি। ’

বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসকাবে আঞ্চলিক সহযোগিতা : যোগাযোগ, ট্রানজিট ও বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপিতে কিছু নেতা আছে যারা সবকিছু জেনেও অসত্য কথা বলেন, মিথ্যা ভয় দেখিয়ে রাজনীতি করেন। এসব ছোট মনের নেতাদের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। দেশকে এগিয়ে নিতে হলে মনকে বড় আর উদার করতে হবে। ’

বিএনপি নেতা এম কে আনোয়ার মিথ্যা কথা বলেন-এমন অভিযোগ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এম কে আনোয়ার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ছিলেন। তিনি জানেন কী ধরনের শর্তে কোন দেশ থেকে বাংলাদেশ অতীতে কী পরিমাণ ঋণ নিয়েছে। এরপরও বিরোধিতার খাতিরে তিনি যখন মিথ্যা তথ্য দিয়ে রাজনীতি করেন তখন দুঃখ লাগে। ’

বিএনপির ‘মিথ্যাবাদী নেতাদের’ চিহ্নিত করে তাদের প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভারত জুজুর ভয় দেখানোর রাজনীতি এদেশের মানুষ আর গ্রহণ করবে না। ’

ট্রানজিটের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বন্দরকে যদি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আটটি রাজ্য এবং চীনের দণি-পশ্চিমাঞ্চলের জন্য উন্মুক্ত করা যায় তাহলে তিনটি দেশের ১০০ কোটি লোক অর্থনৈতিকভাবে লাভবান হবে। তবে সরকার অবশ্যই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নতির বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেবে। ’

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাণিজ্য ঘাটতির বিষয়টি এখন একটি পুরনো ইস্যু। আমাদের প্রয়োজনে ভারত থেকে ২০ হাজার কোটি টাকার পণ্য আমদানি করছি যা ৬০ হাজার কোটি টাকার পণ্য হয়ে আবার আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ায় রপ্তানি হচ্ছে। ভারত তার প্রয়োজনে আমাদের কাছ থেকে তিন হাজার কোটি টাকার পণ্য নিচ্ছে। ’

২০১৪ সালের মধ্যে বাংলাদেশে দারিদ্রের হার ২৫ শতাংশ নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

সুচিন্তা ফাউন্ডেশন নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে আরও বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপরে (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম প্রেসকাবের সভাপতি আবু সুফিয়ান।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম কে আরাফাত।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।