ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দুর্নীতিতে জড়িয়ে পড়েছে সরকার: নজরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০
দুর্নীতিতে জড়িয়ে পড়েছে সরকার: নজরুল

ঢাকা: দুর্নীতি দমনে ব্যর্থ হয়ে সরকার এখন নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

দলের অঙ্গ সংগঠন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকালে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।



তিনি বলেন, সরকারের অক্ষমতা লজ্জাকর পর্যায়ে পৌঁছেছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির প্রতিবেদনে বাংলাদেশের ১২তম অবস্থানের প্রসঙ্গ উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ‘কেবল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ওই রিপোর্ট তৈরি হয়েছে। দেশের মানুষের সঙ্গে কথা বলে এ রিপোর্ট তৈরি হলে পাহাড়সম দুর্নীতি প্রকাশ পেতো। ’

দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবসহ নির্বাহী কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১২২২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।