ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

এবার বাধা এলেই লড়াই: দেলোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, জুলাই ২, ২০১০
এবার বাধা এলেই লড়াই: দেলোয়ার

ঢাকা: বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, তাদের কর্মসূচিতে বাধা এলে সমুচিত জবাব দেওয়া হবে।

তিনি বলেন, ‘তারা বাধা দিয়ে দেখেছেন লাভ হয়নি।

এবার যেখানে বাধা আসবে সেখানেই লড়াই হবে। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে তারা এর ফল পাবে। ’

শুক্রবার নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব একথা বলেন।

শরিক দল জামায়াতে ইসলামীর নেতারা সরকারের ‘ষড়যন্ত্রের নীল নকশার শিকার’ হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

খোন্দকার দেলোয়ার বলেন, ‘২৭ জুন হরতাল ঠেকাতে এমন কাজ নেই যা সরকার করেনি। হরতাল বানচাল করতে যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ বেআইনিভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। সরকারের এসব অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদে আমরা মানববন্ধন কর্মসূচি দিয়েছি। ’

তিনি মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর শীর্ষ তিন নেতার গ্রেপ্তারের প্রতিবাদে যৌথ কর্মসূচি দেওয়া হবে কিনা- জানতে চাওয়া হলে দেলোয়ার বলেন, ‘আমাদের সমর্থন আছে এবং থাকবে। তারাও যেভাবে আমাদের সমর্থন দিয়েছেন আমরাও দেব। ’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, আবুল খায়ের ভূঁইয়া এমপি, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

খোন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে যৌথসভায় আগামী ৭ জুলাইয়ের মানববন্ধন কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তিতে করণীয় নিয়েও আলোচনা করেন তারা ।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জুলাই ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।