ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

অসামাজিক কাজ করার সময় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশে দিলেন স্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
অসামাজিক কাজ করার সময় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশে দিলেন স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় আবদুল কাইয়ুম (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধরে পুলিশে দিয়েছেন তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা।  

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের সরকারপাড়ার বাড়ি থেকে কাইয়ুমকে আটক করা হয়।

তিনি ওই এলাকার মৃত আবদুন নূরের ছেলে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাইশা (৩০) ও উজ্জ্বল মিয়া (৩০) নামে আরও দুজনকে আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, রাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাইয়ুম নিজের বাড়িতে মাইশা ও উজ্জ্বলকে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হন। এসময় কাইয়ুমের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা তাদের তিনজনকে আটক করে জরুরি সেবা নম্বর ৯৯৯- এ ফোন কল করে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।