ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপির আগামীকালের সমাবেশ স্থগিত 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, সেপ্টেম্বর ১৪, ২০২৪
বিএনপির আগামীকালের সমাবেশ স্থগিত 

ঢাকা: প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামীকালের গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

শনিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এ ঘোষণা দেন।

তিনি বলেন, ১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে সমাবেশ স্থগিত করা হয়েছে। সেটি ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উপস্থিত থাকবেন।

১৫ সেপ্টেম্বরের কর্মসূচি হিসেবে অন্যান্য বিভাগীয় শহর গুলাতে র‍্যালি করা হবে।

 

বাংলাদেশ সময় ২২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
টিএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।