ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ: আহত ২

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জিয়া হল শাখা ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে  ছাত্রলীগ কর্মী ফারুক ও ইলিয়াস গুরুতর আহত হয়েছে।

ফারুককে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র ভর্তি করা  হয়েছে।

জানা যায়, হলের অভ্যন্তরীণ দ্বন্ধের জেরে সোমবার সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বরে মুক্তার ছাত্রলীগ নেতা শরিফ, রাসেল মিজান, মাসুদ (ওরফে ভাগ্নে মাসুদ) সহ ১০/১২জন নেতা-কর্মী সঙ্গে নিয়ে ইলিয়াস গ্রুপের ফারুককে ধাওয়া করে। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ফারুক (সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স) ও ইলিয়াস (ইতিহাস মাস্টার্স) গুরুতর আহত হন। পরে পুলিশ ও ছাত্রলীগের অন্য নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে সংঘর্ষ এড়াতে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এব্যাপারে ছাত্রলীগ ক্যাম্পাস শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবু হোসেন বিপু বলেন, অতি উৎসাহী কিছু নব্য ছাত্রলীগ এসব ঘটনা একটার পর একটা ঘটিয়ে যাচ্ছে।

এব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার পায়তারা চালাবে তাদের বিরুদ্ধেআইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫০ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।