ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ

মুনজের আহমদ চৌধুরী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

মৌলভীবাজার: পুলিশের বাধা উপেক্ষা করে সোমবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।

সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদের চেষ্টা, দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করে।



কুসুমবাগ চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন স্বাগত কিশোর দাশ চৌধুরী, সালাউদ্দীন সেলিম, তপোধীর রায় বুরন, শিপু, দিপলু বখত, সৈয়দ তানভীর আলী, নাসিম আহমদ বাপ্পী, মিজানুর রহমান টিটু প্রমুখ।

বক্তারা কর্মসূচিতে যোগ দিতে আসা নেতাকর্মীদের পুলিশি বাধার তীব্র নিন্দা করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মিজান বাংলানিউজকে বলেন, ‘বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে। তারপরও ছাত্রদলের মিছিলে কয়েক হাজার জনসমাগম হয়েছে। ’

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) অমূল্য কুমার চৌধুরী এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ছাত্রদলের সমাবেশে আসতে পুলিশ কাউকে বাধা দেয়নি। পুলিশ বাধা দিলে তারা এত জনসমাগম ঘটাতে পারতো না। ’

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।