ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ক্ষত-বিক্ষত সংবিধানকে ৭২-এ ফিরিয়ে নেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০
ক্ষত-বিক্ষত সংবিধানকে ৭২-এ ফিরিয়ে নেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: বঙ্গবন্ধু হত্যার পর সুবিধা হাসিলকারীরা বিভিন্ন সময়ে সংশোধনের নামে সংবিধানকে ক্ষত-বিক্ষত করেছে বলে অভিযোগ করে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘ক্ষত-বিক্ষত সংবিধানকে ৭২ এ ফিরিয়ে নিচ্ছে সরকার। ’

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘থিয়েটার ঢাকা’ আয়োজিত সপ্তাহব্যাপী থিয়েটার উৎসব- ২০১০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।



থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কামাল লোহানী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী, থিয়েটারের সাধারণ সম্পাদক কেরামত মওলা, থিয়েটার উৎসব কমিটি- ২০১০ এর আহ্বায়ক অশোক রায় নন্দি প্রমুখ।

মহাজোটের নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৯ ডিসেম্বরের নির্বাচনে জনগণ জোট সরকারকে বিশাল বিজয় উপহার দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তারা যুদ্ধাপরাধীদের বিচার চান। ’

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকারের দ্বিতীয় বা তৃতীয় সারির কোনো কাজ নয়। এটি এ সরকারের একটি অন্যতম প্রধান এজেন্ডা। তাই তাদের বিচার হবেই। ’

বঙ্গবন্ধু হত্যা মামলার রায় আংশিক কার্যকর হয়েছে বলে উল্লেখ করে বাকিটাও কার্যকর করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

দীপু মনি বলেন, ‘আমাদের ভাষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন-সংগ্রামে সংস্কৃতিকর্মীরা বিশাল অবদান রেখেছেন। অসংখ্য সংস্কৃতিকর্মী প্রাণ দিয়েছেন। ’

যারা শ্রম, অধ্যাবসায় ও ত্যাগের বিনিময়ে নাট্যোৎসব ও থিয়েটার বাঁচিয়ে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সংস্কৃতি টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। বর্তমান সরকার এরই অংশ হিসেবে এ খাতে একশ’ কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছে। ’

বিশেষ অতিথির বক্তৃতায় কামাল লোহানী বলেন, ‘বর্তমান সরকার গ্রাম পর্যায়েও নাট্যোৎসব চালুর উদ্যোগ গ্রহণ করেছে যা প্রশংসার দাবি রাখে। ’

এর আগে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দীপু মনি।

আলোচনা শেষে কলকাতার নাট্য-সম্প্রদায় ‘অন্য পেশা নাট্য নেশা’ তাদের নাটক ‘বাইরাস-ই-ভূত’ মঞ্চস্থ করে।

বাংলাদেশ সময়: ২১৩৫, অক্টোবর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।