ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পরপর ৩ স্থানে ১৪৪ ধারা জলঢাকায়: বিএনপির সমাবেশ পণ্ড

ইসরাত জাহান পল্লবী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০
পরপর ৩ স্থানে ১৪৪ ধারা জলঢাকায়: বিএনপির সমাবেশ পণ্ড

নীলফামারী: পরপর তিন স্থানে ১৪৪ ধারা জারির কারণে শনিবার নীলফামারীর জলঢাকায় স্থানীয় বিএনপির দুই গ্রুপের কেউই সমাবেশ করতে পারেনি।

বিভ্রান্তিতে পড়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মিজানুর রহমান মিনু ও তার সতীর্থরা রংপুরের তারাগঞ্জ হয়ে মূল সভাস্থল বড়ঘাটে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।



দলীয় সূত্র জানায়, স্থানীয় বিএনপির দুই গ্রুপ শনিবার সকাল সাড়ে দশটায় জলঢাকা পৌর শহরের গরুহাটি এলাকায় সমাবেশ ডাকে। এ নিয়ে শহরে তৈরি হয় উত্তেজনা। পরিস্থিতি সামলাতে ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়।

এরপর  স্থান পরিবর্তন করে জাহাঙ্গীর গ্রুপ বড়ঘাট এলাকায় ও হামিদুল গ্রুপ রাজার হাটে সমাবেশ আয়োজনের ঘোষণা দেয়।

এ পরিস্থিতিতে জাহাঙ্গীর গ্রুপের লোকজন হামিদুল গ্রুপকে ঠেকাতে টেঙ্গনমারী এলাকায় অবস্থান নিলে উত্তেজনা আরও বেড়ে যায়।

উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা বড়ঘাট ও টেঙ্গনমারী এলাকায় দুপুর ১২টায় ১৪৪ ধারা জারি করেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।