ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রূপগঞ্জের ঘটনায় খালেদা দায়ী: হানিফ

সাজ্জাদ হোসেন বাপ্পি, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০
রূপগঞ্জের ঘটনায় খালেদা দায়ী: হানিফ

রংপুর: সেনাবাহিনীর জমি অধিগ্রহণ নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শনিবার জনতার সঙ্গে র‌্যাব-পুলিশের সহিংস ঘটনার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দায়ী করেছেন আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার বিকেলে রংপুর সার্কিট হাউজে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি এ দায় চাপান।



তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা স্থানীয় লোকজনকে উস্কে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। ’
 
হানিফ বলেন, ‘সেনাবাহিনী যেহেতু খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে এবং আদালতও ৩০ দিনের নোটিশ দিয়েছে বাড়ি ছাড়ার, তাই সেনাবহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাতেই খালেদা জিয়া পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন। ’

জনগণকে বিরোধী দলের উস্কানিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জমি নিয়ে কোনও সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। ’

এর আগে সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন হানিফ।

এ সময় তিনি ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের চাঁদাবাজি, সন্ত্রাস কঠোর হাতে দমন করা হবে বলে জানান।

তিনি বলেন, ‘চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসসহ বিভিন্ন অপকর্মে যত বড়ই নেতাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’’

বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে সরকার দেশত্যাগে বাধ্য করার চেষ্টা করছে বলে যে অভিযোগ করেছেন, তার জবাবে তিনি জানান, কোনও ইস্যু না থাকার কারণেই দেলোয়ার এসব বলছেন।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে সন্ত্রাস, খুন, জঙ্গিবাদ সৃষ্টি ও লালনের পাশাপাশি হাজার হাজার কোটি টাকা লুটপাটের কারণেই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এখন তাদের কাছে আন্দোলনের কোনও ইস্যু নেই। ’

তাই ৫শ’ কোটি টাকার অবৈধ বাড়ি দখল আর নিজের দুর্নীতিবাজ ছেলেদের রা করতেই বিএনপি এসব বলছে বলে জানান তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ নয়, দেশের জনগণই তাকে আবারও ব্যালটের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করবে।

আওয়ামী লীগ আন্দোলনকে ভয় করে না জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ একাই তাদের (বিএনপি) আন্দোলন প্রতিহত করবে। ’
 
দুপুরে রংপুর টাউন হলে রংপুর বিভাগীয় আলেম মাশায়েকদের এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হানিফ।

ইসলামি ফাউন্ডেশন আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন মহাপরিচালক শামীম মো. আফজাল, রংপুর বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন, রংপুরের জেলা প্রশাসক বিএম এনামুল হক, পুলিশ সুপার সালেহ মো. তানভীর প্রমুখ ।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।