ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকার বিরোধী দলকে দমানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০
সরকার বিরোধী দলকে দমানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার তাদের নির্বাচনী অঙ্গীকার ভুলে গিয়ে হত্যা, নিপিড়ণ ও সন্ত্রাসীর রাজনীতি করে বিরোধী দলকে দমানোর চেষ্টা করছে।

তিনি অভিযাগ করে বলেন, ‘সরকার প্রশাসনের সবক্ষেত্রে দলীয়করণ করছে।



শনিবার দুপুরে হরিপুর উপজেলা কালিগঞ্জ বাজারে প্রতিবাদ সভা ও কর্মী সম্মেলনে তিনি এ কথা কলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় পাবনার ডিসিকে বদলি করা হয়েছে। ’

আওয়ামী লীগ ছাড়া কাউকে নিয়োগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

হরিপুর উপজেলা বিএনপির সভাপিত করিমুল হকের সভাপতিত্বে  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।