ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

৭২-এর সংবিধানের চার মূল স্তম্ভ সংযুক্ত করার দাবি আবু সাঈদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০
৭২-এর সংবিধানের চার মূল স্তম্ভ সংযুক্ত করার দাবি আবু সাঈদের

ঢাকা: ৭২-এর সংবিধানের চার মূল স্তম্ভ সংযুক্ত করার দাবি জানিয়েছেন সাবেক তথ্যপ্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবু সাঈদ।

তিনি বলেন, ‘সংবিধানের চার মূল স্তম্ভ পরিপন্থি কোনো ধারা সংবিধানের সঙ্গে সামঞ্জস্য ও সঙ্গতিপূর্ণ নয়।



আবু সাঈদ পুনর্মুদ্রিত সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উল্লেখ করারও দাবি জানান।

তিনি বলেন, ‘সংবিধানের ১ অনুচ্ছেদের পরে ১-এর (ক) দিয়ে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে সংযুক্ত করতে হবে। ’

শুক্রবার দুপুরে ধানমন্ডির নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সংবিধান পূণর্মুদ্রিত হলে সেখানে বঙ্গবন্ধুকে জাতির পিতাকে প্রতিষ্ঠিত করা না হলে আমি আদালতে যাবো। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবো। ’

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।