ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

প্রতিহিংসার রাজনীতি পরিহার করুন : চিত্রনায়ক ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০
প্রতিহিংসার রাজনীতি পরিহার করুন : চিত্রনায়ক ফারুক

ঢাকা : প্রতিহিংসার রাজনীতি পরিহার করে বিরোধী দলকে সংসদে এসে কথা বলার জন্য আহ্বান জানিয়েছেন
বঙ্গবন্ধৃ সাংস্কৃতিক জোটোর সহ-সভাপতি চিত্রনায়ক আকবর আলী খান পাঠান (চিত্রনায় ফারুক)।

শুক্রবার জাতীয় প্রেসকাবের সামনে সকাল ১১টায় এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।



বিএনপির প্রতিহিংসার রাজনীতি, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

মানববন্ধনে চিত্রনায়ক ফারুক বলেন, ‘বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করার মধ্য দিয়ে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়। যার ধারাবাহিকতা এখনও চলছে। ২১ আগস্ট, সাম্প্রতিক সময়ে সিরাজগঞ্জের ট্রেন দুর্ঘটনা ও নাটোরের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। ’

বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নির্বাচিত সরকারেকে উৎখাতের রাজনীতি পরিহার করে আপনারা সংসদে এসে কথা বলুন। সরকার আপনাদের কথা না শুনলে আমরাও আপনাদের পক্ষ নিয়ে সরকারের কাছে কথা বলব। ’

ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন শেষ হয় দুপুর বারোটায়।

বাংলাদেশ সময় : ১২২২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।