ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সংবিধানে ইসলাম ও বিসমিল্লাহ রাখার সিদ্ধান্ত নতুন ধোঁকাবাজি: জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০
সংবিধানে ইসলাম ও বিসমিল্লাহ রাখার সিদ্ধান্ত নতুন ধোঁকাবাজি: জামায়াত

ঢাকা: ‘রাষ্ট্র ধর্ম ইসলাম, ইসলামী রাজনীতির সুযোগ ও বিসমিল্লাহ’ অপরিবর্তিত রেখে সংবিধান পুনর্মুদ্রণের সিদ্ধান্তকে নতুন ধোঁকাবাজি হিসেবে আখ্যায়িত করেছে জামায়াত।

বৃহস্পতিবার বিকেলে মগবাজার আলফালাহ মিলনায়তনে ওলামা মাশায়েখদের সঙ্গে এক মতবিনিময় সভায় জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এ মন্তব্য করেন।



ধর্মনিরপেক্ষতার আড়ালে বাংলাদেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র, জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তি ও দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা তুলে ধরতে কেন্দ্র ঘোষিত সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর জামায়াত এ সভা আয়োজন করে।

মকবুল আহমাদ বলেন, ‘নির্বাচনের আগে শেখ হাসিনা ১০ টাকা সের চাল, ঘরে ঘরে চাকরি ও বিনামূল্যে সার দেওয়ার ওয়াদা করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি তা অস্বীকার করেছেন। এখন জনগণকে ধোকা দিতে ইসলামের স্পর্শকাতর বিষয়গুলো অপরিবর্তিত রেখে সংবিধান পুনর্মুদ্রণের কথা বলছেন, কাল যে এটি অস্বীকার করবেন না তার গ্যারান্টি কি। ’

জনগণকে ধোকা দিতেই সরকার এখন ইসলামের কথা বলছে উল্লেখ করে মকবুল বলেন, ‘ইসলাম পরিপন্থি কোনো আইন করবেন না-এই ওয়াদা করেই শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন। কিন্তু এখন যা করছেন তার সবই ইসলাম পরিপন্থি। ’

আওয়ামী লীগের ওপর আস্থা রাখা যায় না মন্তব্য করে তিনি বলেন, ‘শেখ মুজিব যেমন ওয়াদা ভঙ্গ করেছিল শেখ হাসিনাও তেমনি ওয়াদা ভঙ্গ করছেন। এর পরিণতি ভালো হবে না। ’

সরকারের উদ্দেশে মকবুল আহমাদ বলেন, ‘আপনারা কি ভেবেছেন সারা জীবন আমরা ঘরে বসে থাকব? রাস্তায় বের হবো না? রাস্তা কি আপনারা ওয়ারিশসূত্রে পেয়েছেন?’

তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, ‘যারা অন্যকে ধ্বংস করতে চায় তারা নিজেরা বাঁচতে পারে না। ’

ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সাংসদ হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন জামায়াতের ভারপ্রাপ্ত  সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের (একাংশ) মহাসচিব আব্দুল লতিফ নেজামি, মাদরাসা শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি জয়নুল আবেদিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।